সিংড়ায় কৃষক সমিতির বিক্ষোভ-সমাবেশ

নাটোর অফিস॥
ডিজেল, কেরোসিন, গ্যাসসহ সকল প্রকার জ¦ালানি তেল, কৃষকের বীজ, সার-কীটনাশক, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বর্ধিতমূল্য প্রত্যাহার এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখা। মঙ্গলবার দুপুর ১টায় জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমচত্বরে সমাবেশ করে। পরে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি-দাবা সম্বলিত একটি স্মারক লিপি প্রেরণ করা হয়।
সমাবেশে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক সমিতির নাটোর জেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, রুস্তম আলী, বাচ্চু মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কৃষক ও সর্বসাধারণ আজ চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। জনদূর্ভোগ নিরসনে দ্রুত তাদের দাবিগুলো কার্যকরের দাবি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *