নলডাঙ্গায় অটো চাপায় শিশু নিহত;৭ আহত
নাটোর অফিস ॥ নাটোরের নলডাঙ্গায় যাত্রিবাহি অটো রিক্সার নিচে চাপা পড়ে খাদিজা নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে অটো রিক্সা সড়কের নিচে পড়ে গেলে ৭ যাত্রি আহত হয়। সোমবার দুপুরে...