নাটোরে তোফাজ্জল চেয়ারম্যানের নাতজামাইয়ের বাড়ি থেকে ১০০ বস্তা গম উদ্ধার

নাটোর অফিস॥
নাটোরের ছাতনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের এক আত্নীয়ের বাড়ি থেকে ৬ টন ১৮৪ কেজির মোট ১০০ বস্তা গম উদ্ধার করেছে পুলিশ। গমগুলি খাদ্য অধিদপ্তরের।

আজ বুধবার(৫ই আগস্ট) মাঝদিঘা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গমগুলো উদ্ধার করে।

নাটোর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের মাঝদিঘা পূর্ব পাড়া গ্রামের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নাতজামাই কোরবান আলীর বাড়িতে অভিযান চালানো হয়।সেখানে একটি ঘরে মজুত করা অবস্থায় সরকারি ১শ বস্তা গম পাওয়া যায়।

ওসি আরও জানান, কোরবান আলী পুলিশের কাছে স্বীকার করেছেন, গমগুলি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের। চেয়ারম্যান তোফাজ্জল মাস দেড়েক আগে গমগুলি তার বাড়িতে রেখে যান।

এদিকে, খাদ্য বিভাগের গম কিভাবে ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত জিম্মায় রাখলেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসী জানান, পুলিশ একটি গাড়ি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে নাটোরের দিকে নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত হতে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সদর থানার ওসি জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *