বাজার মনিটরিংএ জেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল

নাটোর অফিস ॥
নাটোরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ দল বাজার মনিটরিং করতে মাঠে নামে। বুধবার দুপুর দু’টার দিকে নাটোর শহরের নিচে বাজার এলাকার বিভিন্ন ভোগ্য পণ্যের দোকান এবং চালের বাজার মনিটরিং করেন তারা। এসময় অনিয়ম বা পন্যের মুল্য অস্বাভাবিকহারে বেশী নেয়ার কোন অভিযোগের সত্যতা পায়নি দলটি। জেলা প্রশাসক আবু নাছের ভুঞার নেতৃত্বে অভিযান চালায় যৌথ দলটি।
জেলা প্রশাসক আবু নাছের ভুঞা বলেন, রমজানের বাজার স্থিতিশীল রাখতেই এবং নিত্য পণ্যের দাম যেন ক্রেতাদের সহনীয় পর্যায়ে থাকে সে লক্ষ্যেই এই বাজার মনিটরিং। তিনি আরো জানান চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজজনীয় যেকোনো পণ্যের দাম কেউ যেন অস্বাভাবিক বৃদ্ধি করতে না পারে তার জন্যই ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এখন থেকেই ঈদুল ফিতর পর্যন্ত পুলিশের গোয়েন্দা টিমসহ বিভিন্ন টিম গোটা জেলায় সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োাজিত থাকবে।
এই বাজার মনিটরিং এ উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার সহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *