নাটোরে ঢাকা-না’গঞ্জ-ফরিদপুর ফেরত ৪৬ জন, লকডাউন নোয়াখালিপাড়া 

নাটোর অফিসঃ
নাটোরের জালালাবাদ নোয়াখালীপাড়া গ্রাম লকডাউন সহ কাফুরিয়া সুলতানপুর ও নোটাবাড়িয়াসহ তিন গ্রামের  ৪৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। এসব গ্রামে নারায়নগঞ্জ,ঢাকার আশুলিয়া ও ফরিদপুর থেকে ওই ৪৬ ব্যক্তি এসব গ্রামে এসে উঠেছে। এদের মধ্যে কেবল মাত্র জালালাবাদ নোয়াখালী পাড়া গ্রামে ২১ জন আসায় ওই গ্রাম আজ বুধবার সন্ধ্যা থেকে লকডাউন ঘোষনা করা হয়। এছাড়া অপর গ্রামগুলির ৮ টি বাড়ির লোকদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জালালাবাদ নোয়াখালীপাড়া গ্রাম লকডাউন ঘোষনা করার সত্যতা নিশ্চিত করে বলেন, এই গ্রামে ২১ জনের অধিকাংশ জনই নারায়নগঞ্জ থেকে এসছেন। এই গ্রাম লকডাউর ঘোষনার পাশাপশি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল হাসনাতও ব্যক্তিগত তহবিল থেকে তাদের খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ক’জনকে খাদ্য সহায়তা দেয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *