গুরুদাসপুর পৌরসভার ৮৫ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

নাটোর অফিস॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অবাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে গুরুদাসপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৮৫ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৯৬৭ টাকার বাজেট পেশ করেছেন মেয়র মো. শাহনেওয়াজ আলী।
রবিবার দুপুরে পৌর ক্যাম্পাসে টানা চৌদ্দবারের মত এ বাজেট পেশ করেন তিনি। বাজেটে মোট রাজস্ব আয় ৮৫ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৯৬৭ টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা এবং স্থিতি ধরা হয়েছে ৫৮ লাখ ৩২ হাজার ৯৬৭ টাকা। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান আলী, হিসাবরক্ষক নূরুজ্জামান টিবলু, সাবেক অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, গুরুদাসপুর পৌর জাপা (রওশন এরশাদ) সভাপতি মজিবুর রহমান মজনু, জেলা পরিষদ সদস্য সরকার মেহেদী হাসান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, কাউন্সিলর শেখ সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
বাজেট পেশ ও উন্মুক্ত আলোচনা শেষে পৌরবাসীর বিভিন্ন অভিযোগ শুনেন এবং মতামত গ্রহণ করেন মেয়র শাহনেওয়াজ আলী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *