সিংড়ায় পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালা

নাটোর অফিস॥
সিংড়ায় মেয়েশিশুদের অভিজ্ঞতা অর্জন ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম রুম-টু-রিড বাংলাদেশ। অংশ গ্রহণ করেন এই কার্যক্রমের আওতাভূক্ত উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় শতাধিক মেয়েশিশু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মাহমুদা খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রুম-টু-রিড বাংলাদেশ নাটোর কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম অফিসার বাসন্তী লতা দাস, ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদীন, শিক্ষার্থী রিপা খাতুন, পৃথিলতা সমাদার, অনামিকা খাতুন প্রমূখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *