নাটোরে যক্ষা নিরোধে মতবিনিময়

নাটোর অফিস॥
নাটোরে যক্ষèা নিরোধে সুশীল সমাজের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয় যক্ষèা নিরোধ কমিটি এ সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, বক্ষ ব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ আজিজা সুলতানা, বাংলাদেশ জাতীয় যক্ষèা নিরোধ কমিটি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার এনামুর রহমান চিনু প্রমুখ।
বক্তারা বলেন, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশে যক্ষèা নির্মূল করার লক্ষ্যে কাজ করছে সরকার। সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসার মাধ্যমে যক্ষèা থেকে রক্ষা পাওয়া সম্ভব। হাঁচি, কাশি, থুথু ইত্যাদির মাধ্যমে জীবানু বাতাসে ছড়িয়ে যক্ষèা রোগের সংক্রমণ ঘটায়। অধিক সময় ধরে কাশি, বিকেলে বা রাতে জ্বর এবং ঘেমে জ্বর ছেড়ে যাওয়া, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, শরীর ক্রমশ দূর্বল হওয়া, বুকে অথবা পিঠের উপরের অংশে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি যক্ষèার উপসর্গ। নিয়ম মেনে ছয় মাস ্ওষুধ খেলে যক্ষèা নিরাময়যোগ্য।
সভায় জানানো হয়, চলতি বছরে নাটোর জেলায় ২৯ হাজার ৫১ ব্যক্তির পরীক্ষার মাধ্যমে দুই হাজার ৮৫৬ ব্যক্তির যক্ষèা সনাক্ত হয়। এরমধ্যে এক হাজার ১৮৬ ব্যক্তি চিকিৎসা গ্রহন করে সুস্থ হয়েছেন এবং বর্তমানে এক হাজার ৬৭০ ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *