কৃষি বিভাগের উদ্ধুদ্ধকরণ ভ্রমন

নাটোর অফিস॥
অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপি কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা , অতিরিক্ত উপপরিচালক আনিছুর রহমান ও দেবল সরকার এর নেতৃত্বে সিলেট জেলার ৩০ জন কৃষক ওই ভ্রমনে অংশ গ্রহণ করেন। তারা রাজশাহী, নাটোর ও পাবনা জেলার বিভিন্ন পারিবারিক পুষ্টি বাগান, ফল বাগান, বিনাচাষে রসুন গম সরিষা ভুট্টাসহ বিভিন্ন উন্নত কৃষি প্রযুক্তি পরিদর্শন করেন। আধুনিক ও উন্নত কৃষির সাথে পরিচিতির জন্যই এই উদ্বুদ্ধকরণ ভ্রমণ আয়োজন করা হয়।
উপপরিচালক খায়ের উদ্দিন মোল্লা বলেন, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নয়ন পদ্ধতি হাতে কলমে দেখিয়ে দেওয়া। একই সাথে এই প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতেই ওই ভ্রমনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *