নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন

নাটোর অফিস॥
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’-এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, নাটোরের প্রেক্ষাপটে পর্যটন অপার সম্ভাবনাময় খাত। এই সম্ভাবনাকে কাজে লাগাতে রাণী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন, চলনবিল, হালতিবিলসহ জেলার সকল পর্যটন স্থানগুলোকে পর্যটনবান্ধব এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হবে। পর্যটকদের আবাসন, পরিবহন এবং গুণগতমানের খাবার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাঈনুল হোসেন, শিক্ষাবিদ অলোক মৈত্র এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *