স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে পরকিয়া প্রেমের জের ধরে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে ৩ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল হোসেন (৩৫) বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়াড়ী গ্রামের সোহরাব মোল্লার ছেলে।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি বেলাল হোসেনকে মাছের ব্যবসা করার জন্য দুই এনজিও থেকে দেড় লাখ টাকা ঋন নিয়ে দেন। স্বামী বেলাল হোসেন পরকিয়ায় জড়িয়ে পড়লে বিষয়টি স্ত্রী জানতে পারে। এতে স্ত্রীর উপর বেলাল হোসেন ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১ মার্চ ভোরে অন্য আসামিদের সঙ্গে পরিকল্পনা করে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সে। নিহতের বোন ঘটনাস্থলে পৌঁছে বোনের মরদেহ জিহ্বা বের করা অবস্থায় দেখতে পান। এ সময় বাদী তার বোনের মরদেহ নিতে চাইলে আসামি না দিয়ে দ্রুত দাফনের ব্যবস্থা করেন। পরে এ ব্যাপারে নিহতর ভাই বাদী হয়ে আদালতে বেলাল হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে খামার পাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি বেলালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল তার স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। পরে আসামিকে বুধবার পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *