নাটোরে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করনীয় সভা

নাটোর অফিস ॥
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সোমবার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভার প্রধান অতিধি জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার সুখী-সমৃদ্ধ স্মার্ট দেশ গড়ার কাংখিত গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সমাজের স্থিতিশীলতা প্রয়োজন। সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ করে সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এজন্য ধর্মীয় নেতৃবৃন্দ এবং শিক্ষকবৃন্দদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি এম ইস্্রাফিল ইসলাম , নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
পরে জেলা প্রশাসক নাটোর সদর উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পাঠাগারের জন্যে ১৮টি আলমিরার চাবি হস্তান্তর করেন। একই সাথে ইমাম-মুয়াজ্জিনদের ওরিয়েন্টেশনও অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *