নাটোরে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

নাটোর অফিস ॥
নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের মহারাজা জগদীন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক আবু নাসের ভুঁঞা ও পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা প্রতীক নিয়ে অংশ নেয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক আশরাফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের

গুরুত্বপুর্ন সড়ক ঘুরে নাটোর রাণী ভবানী রাজবাড়ী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া একই স্থানে আয়োজন করা হয় ৪ দিন ব্যাপী গ্রামীন মেলা। মেলায় রয়েছে ১২ টি ষ্টল। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই মেলা। শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠান ও ৪ দিনব্যাপী মেলা নির্বিঘœ করতে পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার বিভিন্ন উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *