নাটোরে বন্যার স্রোতে রাস্তা ভেঙ্গে প্লাবিত লোকালয়

নাটোর অফিস॥
বন্যার পানির তীব্র স্রোতে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের শাহবাজপুর-তাজপুর-তেমুখ নওগাঁ সড়কের ভেঙ্গে হু হু করে পানি ঢুকছে শেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বেলা বাড়ার সাথে সাথে তীব্র বেগে পানি প্রবেশ অব্যাহত রয়েছে এখনও।

আজ বুধবার (১৫ই জুলাই) ভোররাতে সড়কটির তিনটি স্থানে পানির তোড়ে প্রায় ১০ মিটার করে ভেঙ্গে যায়।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি তুলনামূলক নিচু জায়গায় নির্মাণে তাদের আপত্তি থাকলেও কর্ণপাত করেনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ফলে অতি সহজেই পানি প্রবেশ করছে।

নাটোর পানি উন্নয়ন সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার রিডিং অনুযায়ী বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে আত্রাই নদীর পানি প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, ৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মাস দুয়েক আগে শাহবাজপুর-তাজপুর-তেমুখ নওগাঁ আঞ্চলিক সড়কটির নির্মাণকাজ শেষ হয়। সড়কটির দুইটি অংশ ভেঙ্গে পানি প্রবেশ করায় অনান্য দুর্বল অংশগুলোও ভেঙ্গে যাবার আশংকা দেখা দিয়েছে। ইতোমধ্যে শেরকোল ও তাজপুর ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সিংড়া উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী হাসান আলী জানান, বর্তমানে ভাঙ্গন রোধে বালির ব্যাগ ফেলা হচ্ছে। নতুন এলাকা যাতে সড়কে ভেঙ্গে প্লাবিত না হয় সেদিকটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার জানান, নদীর তীরের ভাঙ্গন রোধে কাজ শুরু করা হয়েছে। সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কাজ অব্যহত রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *