নলডাঙ্গায় অষ্টমীর গঙ্গা স্নানে পুণ্যার্থীদের ভির

নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে অষ্টমীর গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাট ও শ্যামনগর বারনই নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে শত শত পূণ্যার্থীরা বারনই

নদীর পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর ঘাটে ভিড় জমাতে থাকেন। চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। দুপুরে আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলা। এই ¯œানকে ঘিরে পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাট ও শ্যামনগর বারনই নদীর ঘাট এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা।

শ্যামনগর পুজা আয়োজক কমিটির সভাপতি তাপস কুমার বলেন, প্রতি বছরের চৈত্র মাসের অষ্টমী তিথিতে বারনই নদীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। পূণ্যস্নান অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে সাধু সন্যাসীরা এসে জড়ো হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা এখানে সমবেত হন। গঙ্গাস্নান উপলক্ষে এলাকার বাড়িতে বাড়িতে মেয়ে-জামাতা সহ আত্মীয়-স্বজন আসে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *