নাটোরে সামাজিক দুরুত্ব ভেঙ্গে চাল কিনছে মানুষ

নাটোর অফিস॥
নাটোর শহরের মাহারাজা জে এন স্কুল এন্ড কলেজে সামাজিক দুরুত্ব ভেঙ্গে চান কিনতে দেখা গেছে শতশত মানুষকে। বিশেষ খাদ্য সহায়তার এই চাল দ্রুত ফুরিয়ে যাবার শঙকায় গাদাগাদি করে লাইনে লাড়িয়ে চাল কিনছে সাধারণ মানুষ। নিয়ম না মেনে এভাবেই নিজেদের বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে মানুষ।

রোববার সকালে চাল কেনাবেচার এমন চিত্র দেখা গেছে শহরের বেশ কয়েকটি এলাকায়।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান,কাঁচা বাজার গুলোতে ওয়ান ওয়ে প্রবেশ ও বাহির হওয়ার জন্য আলাদা রাস্তা নির্ধারণ করা দেয়া হয়েছে। জনসাধারণকে দুরত্ব বজায় রাখার আহবান করা সহ পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ জানান, জনগণের সচেতনতার কোন বিকল্প নেই। আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় না রাখায় জরিমানা করছি। সচেতনতার জন্য মাইকিং করছি। জনগণ সচেতন না হলে এ পরিস্থিতি উত্তোরণ একটি বড় চ্যালেঞ্জ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জনগণকে সচেতন হওয়ার আবেদন জানান। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *