নাটোর কারাগারে বন্দীদের স্ক্যানিং, বাড়তি সতর্কতা

নাটোর অফিস॥
নাটোর জেলা কারাগারে বন্দী এক হাজার ৫১ জন হাজতি-কয়েদিদের স্ক্যানিং করা হচ্ছে। করোনা মোকাবিলা বিশেষ সুরক্ষার অংশ হিসেবে থার্মাল স্ক্যানার দ্বারা বন্দীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি কারাগারের শতাধিক নিরাপত্তারক্ষীসহ সকল বন্দীর জন্য সাবান ও হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়ার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

আজ রোববার(২২শে মার্চ) রাতে জাগোনাটোর২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেল সুপার আব্দুল বারেক।

জেল সুপার জানান, গতকাল শনিবার থেকে বন্দীসহ কারা নিরাপত্তারক্ষীদের শারীরিক তাপমাত্রা পর্যবেক্ষণে দুইটি থার্মাল স্ক্যনার দ্বারা স্ক্যানিং শুরু করা হয়েছে। আজ বিকেল পর্যন্ত প্রায় সকল বন্দীর স্ক্যানিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি জীবানুনাশক পানি দ্বারা নিরাপত্তারক্ষীদের সংক্রমণ সম্ভাব্যতা রোধ করা শুরু হয়েছে। এছাড়া কারা কতৃপক্ষের তৈরী মাস্ক মাত্র ২৫ টাকায় বন্দীদের সরবরাহ করা হচ্ছে।

প্রসঙ্গত, অসুস্থ হয়ে পড়ায় রোববার দুপুরে নাটোর কারাগারের এক কয়েদিকে জামিনে মুক্তি দিয়ে আইসোলেশনে পাঠানো হয়। এর পর থেকে কারাবন্দীদের নিরাপত্তায় বিশেষ তৎপরতা শুরু করে কারা প্রশাসন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *