মল্লিকহাটি এলাকা থেকে আবারও ১৭ মাদকসেবী গ্রেফতার

নাটোর অফিস॥
নাটোরে শহরের মল্লিকহাটি এলাকা থেকে আবারও ১৭ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রাতে শহরের মল্লিকহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫ গ্রাম গাঁজা ও ৫শ মিলিলিটার দেশী চোলাইমদ সহ মাদকসেবনের উপকরণ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকা থেকে এসে মল্লিকহাটি এলাকায় মাদক সেবন করার সময় র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে বলে জানান নাটোর ক্যাম্পের র‌্যাব কর্মকর্তা । গ্রেফতারকৃতরা হলেন, কানাইখালী এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ রোকন (৪৬), দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মৃত রহিম শেখের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫০), চাঁদপুর কুড়িয়াপাড়া এলাকার মসলেম উদ্দিনের ছেলে মোঃ রকিবুল ইসলাম (১৯),একডালার আব্দুস সাত্তারের ছেলে মোঃ হীরা (৩৩), চাঁদপুর কুড়িয়াপাড়ার হেলালের ছেলে মোঃ জুয়েল (১৮),একই গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ অন্তর (১৯),তালতলা চকআমহাটির মৃত আলীম উদ্দিন প্রামানিকের ছেলে মোঃ আবুল কালাম (৪৫), আলাইপুরের সন্তোষ সরকারের ছেলে শ্রী অসিম চন্দ্র সরকার (৪২), আমহাটির মুকুল গাজীর ছেলে মোঃ রাজু গাজী (১৯), রায় আমহাটির মৃত রঞ্জিত কুমার দাসের ছেলে শ্রী রুপম কুমার দাস (৩০),দক্ষিন চৌকিরপাড় এলাকার মৃত চিরিবর্তী দাসের ছেলে শ্রী কাজল দাস (৩৪),নান্নুর মোড় হাফরাস্তার মনির পাটোয়ারীর ছেলে মোঃ নয়ন পাটোয়ারী (২০), একই এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ আলাম হোসেন (১৯),ফৌজদারী পাড়া এলাকার মৃত গ্যানেন্দ্র নাথ দাসের ছেলে মোঃ মিজানুর রহমান মিন্টু (৪৫),কানাইখালী এলাকার রমজান আলীর ছেলে মোঃ রজব আলী(৫০),তেলাছিয়া ঘাট এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ রিয়াদ হোসেন হৃদয় (২৫) ও পটুয়াপাড়া এলাকার মৃত সত্য নারায়ন শীলের ছেলে শ্রী সুভাষ শীল (৩০)।
সিপিসি-২ , র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা ১৭ মাদকসেবীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের তার নেতৃত্বে র‌্যাবের একদল সদস্য সহ মল্লিহাটি এলাকায় অভিযান চালানো হয়। এসময় প্রকাশ্যে মাদক সেবন ,সংরক্ষন ও বিক্রি করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইতিপুর্বে গত তিন মাসে এই এলাকা থেকে প্রায় দেড়শ মাদকসেবীকে গ্রেফতার করা বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *