চলনবিলে মিললো বিরল প্রজাতির মদনটাক পাখি

নাটোর অফিস ॥
নাটোরের চলনবিল থেকে একটি বিরল প্রজাতির মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার একদিলতোলা গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনসহ পরিবেশবাদী সংগঠনের সদস্যরা। এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য শারফুল ইসলাম খোকন, আবু বকর সিদ্দিক ও জুয়েল রানা উপস্থিত ছিলেন। পরে পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন পরিবেশ কর্মীরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সিংড়া উপজেলার দূর্গম এলাকা একদিলতোলা গ্রামে শান্তি ইসলাম নামের এক কৃষকের বাড়িতে একটি বড় পাখি আটকের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংগঠনের সদস্যদের নিয়ে পাখিটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এটি একটি বিরল প্রজাতির পাখি, নাম মদনটাক। আর এর উচ্চতা প্রায় তিন ফুট। ইতিমধ্যে পাখিটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন বলেন, চলনবিল একটা জীববৈচিত্র্যের ভান্ডার। এই বিলে শীতকালে পাখ-পাখালির মেলা বসে। এটা খুবই নান্দনিক। এই বিলে জীববৈচিত্র্য রক্ষা কমিটির যে সংগঠন রয়েছে তাদের নিয়ে প্রশাসন সব সময়ই পাখি ও জীববৈচিত্র্য রক্ষা কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *