২১০ গ্রাম হেরোইন রাখার দায়ে নারীসহ দুই জনের যাবজ্জীবন

নাটোর অফিস ॥
নাটোরে ২১০ গ্রাম হেরোইন নিজ হেফাজতে রাখার দায়ে ফাতেমা বেগম (৪৫) ও মাসুদ রানা (৩৪) নামে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড সহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত ফাতেমা বেগম নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার আব্দুর রহিমের স্ত্রী ও মাসুদ রানা রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মহিশালবাড়ি মাদারপুর এলাকার চান্দু রহমানের ছেলে।
আদালত সুত্রে জানাযায়, চলতি বছরের ২১ জানুয়ারী বিকেলে র‌্যাব-৫ এর একটি দল শহরের চকবৈদ্যনাথ গুড় পট্রি এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্বলাশী কার্যক্রম চালাচ্ছিল। এসময় মোটর সাইকেলে করে অভিযুক্ত দুই জনকে আসতে দেখে তাদের থামতে বলে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের দেহ তল্লাশী করে একটি পলিথিন ব্যাগের মধ্যে রাখা দুটি স্যান্ডেলের মধ্যে থেকে ২১০ গ্রাম হেরোইন এবং ৭৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করে। এব্যাপারে সদর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে র‌্যাব। তদন্ত শেষে চুরান্ত প্রতিবেদন দাখিল করার পর বিচার কাজ শুরু হয়। স্বাক্ষ্য প্রমান শেষে বৃহস্পতিবার এক রায়ে সিনিয়র জেলা ও দায়রা জজ উল্লেখিত রায় ঘোষনা করেন।
কোর্টের পিপি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আদালতে আসামীদের উপস্থিতিেিত বিজ্ঞ বিচারক রায় ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *