স্বার্থবান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের

নাটোর অফিস॥
সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে নাটোরে গণঅনশন ও গণঅবস্থান পালিত হয়েছে। শুক্রবার রাজশাহী ও খুলনা বিভাগের কর্মসুচির অংশ হিসেবে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে দিনব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সদর উপজেলা সভাপতি কৃষ্ণপদ মন্ডলসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় এক সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করায় অংশ নেয়। আবার পরবর্ত্তীতেও তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে অনতিবিলম্বে সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের জন্য দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *