নাটোরে রেপাটরি থিয়েটারের মাইল পোস্ট মঞ্চস্থ

নাটোর অফিস॥
নাটোরে শিল্পকলা একাডেমি আয়োজনে রেপাটরি নাট্যদল প্রযোজিত মাইল পোস্ট নাটক মঞ্চস্থ হয়েছে। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে এই নাটক মঞ্চস্থ হয়। সাঈদ আহমেদের রচনায় এবং জেলা কালচারাল অফিসার রাকিবিল বারীর নির্দেশনায় ‘মাইল পোস্ট’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অভিনয় শিল্পী অধ্যাপক আশীষ কুমার সান্যাল, মৌসুমী সান্যাল, রফিকুল ইসলাম নান্টু এবং জনি। অপরদিকে ইঙ্গিত থিয়েটারের প্রদীপ সাহা শিল্পকলা একাডেমির রাকিবিল বারী এবং শুভ। শিল্পকলা একাডেমী ঢাকা থেকে প্রেরিত স্ক্রিপ্ট অনুসারে ৬৪ জেলার জন্য রেপাটরি থিয়েটারের এই নাটকগুলি পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় মঞ্চস্থ হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় নাটকে বাংলাদেশের উত্তর অঞ্চলে মঙ্গা দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হওয়ার ঘটনা বর্ণনা করা হয়। কিন্তু পরবর্তীতে জনসাধারণের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে হানাহানি শুরু হলে বাংলা মা সেই হানাহানি দূর করার উদ্যোগ নেন।
তীব্র গরমের মধ্যেও নাটকটি উপভোগ করেন সাধারণ জনগণ। টানা তিন মাস মহড়ার পর মঞ্চায়নে বেশ প্রশংসা কুড়িয়েছে শিল্পকলা একাডেমীর এই নাটক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *