নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ সমাবেশ

নাটোর অফিস॥
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রনালয় গঠনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সোমবার বেলা সাড়ে ১১টায় সংগঠনটির জেলা কমিটির আয়োজনে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঘুনাথ এক্কার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন পাহান, মুখপাত্র সুভাষ চন্দ্র হেমরম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার সিং, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিদাস রায়, উপদেষ্টা অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, পাবনা জেলা সভাপতি আশিক বানিয়াস, নাটোর সদর কমিটির সভাপতি বাবুল পাহান, সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী প্রমূখ। বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, কোন রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদেরকে নির্বাচনী ইস্তেহারে দেওয়া কোন প্রতিশ্রুতি পূরণ করেনি। প্রতিশ্রুতি দেওয়ার নামে আদিবাসীদের সাথে প্রতারণা করা হয়েছে। এছাড়া আদিবাসীদের নিয়ে সর্বোচ্চ ষড়যন্ত্র এবং দুর্নীতি চলছে। আগামী সংসদ নির্বাচনের আগেই আদিবাসীদের ৫ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পরে পাঁচ দফা সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
কালিদাস রায়

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *