গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে চিত্ত সাহাকে সম্বর্ধনা

নাটোর অফিস ॥
নাটোরে “বাংলাদেশ ভারত মৈত্রী অটুট থাকুক এক জাতি এক প্রাণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান” এই শ্লোগান নিয়ে গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে । শনিবার দুপুরে শহরের জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা শাখার আয়োজনে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কমিটির সহ-সভাপতি নগেন্দ্র চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের

চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়,সাগর হালদার সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। পরে চিত্তরঞ্জন সাহার হাতে এ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়।
উল্লেখ্য গত ৬ জুন,২০২৩ তারিখে সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল, কলকাতা’র “ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবে” বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, নাটোর জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহাকে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *