হেরোইন বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও লাখ টাকা জরিমানা

নাটোর অফিস॥
নাটোরে হেরোইন বহনের দায়ে মাইনুল হক (৪৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মাইনুল হক চাপাইনবাবগঞ্জ জেলার নামোরাজারামপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় চেক পোস্ট বাসয়ে তল্লাশী চালায় পুলিশের একটি টিম। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে পিকআপের চালকের পাশে থাকা মাইনুল হকের দেহ থেকে ৬শ গ্রাম হেরোইন উদ্ধার এবং তাকে আটক করা হয়। পরে আটককৃত মাইনুল হকের বিরুদ্ধে ১৭ এপ্রিল মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ দেড় বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক বুধবার দুপুরে মাইনুল হককে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দেন।
সরকারী কৌশলী সিরাজুল ইসলাম রায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *