লালপুরে ক্লিনিকে প্রসূতির মৃত্যু

নাটোর অফিস॥
নাটোরের লালপুর উপজেলার হাসপাতাল মোড়ে সদ্য রেজিস্ট্রেশন প্রাপ্ত মানবকল্যাণ মডেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স নামের এক ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মদানের পরে শারমিন আক্তার (১৯) নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে। মৃত শারমিন আক্তার উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া গ্রামের দিপু আলীর স্ত্রী। বুধবার রাত ১১টার দিকেএ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ক্লিনিকে গিয়ে কোন ডাক্তার, নার্সকে খুজে পাওয়া যায়নি। ক্লিনিক ছিলো রোগী শুন্য। রিসিপসনে ২জন মহিলা কর্মরত থাকলেও তারা কোন কথা বলতে রাজি হননি।
মৃত প্রসুতির স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটে মানবকল্যাণ মডেল হাসপাতালে জনৈক ডাক্তার শিশির শারমিন আক্তারের অপারেশন করেন। এসময় একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে বেডে নেওয়ার আগেই প্রসূতি মা শারমিন আক্তারের মৃত্যু হয়। তারা জানান মায়ের মৃত্যু হলেও শিশুটি এখনো সুস্থ আছে। মৃত শারমিন আক্তারের মা তার দেখভাল করছেন।
এব্যাপারে মানবকল্যাণ মডেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালক একাব্বর হোসেন শান্ত মোবাইল ফোনে জানান, সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মদান পরবর্তি সমস্যা হলে শারমিন আক্তারকে রাজশাহী হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *