ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ॥ ৫ প্রতিষ্ঠানেক ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নাটোর অফিস॥
বিভিন্ন স্থান থেকে নকল প্রসাধনী এনে বিক্রি এবং কর ফাঁকি দিয়ে প্রসাধন সামগ্রী আমদানি করার দায়ে নাটোরে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শহরের আলাইপুর এলাকার উত্তরা প্লাজায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান থেকে এসব নকল প্রসাধনী জব্দ করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এবং নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ এস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা এবং ৫ হাজার ৩৫০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, আমাদের স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা এবং ২ হাজার ৫০০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, আছির ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা এবং এক হাজার ২০০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, ভাই-বোন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মিতালি স্টোরকে ৫০ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ প্রসাধনীও ধ্বংস করা হয়। ওই ৫ প্রতিষ্ঠান বিদেশী ব্যান্ডের প্রসাধনীর গায়ে আমাদানীকারকের সীল ও মূল্য ব্যবহার না করে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী বিক্রি করছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *