বড়াইগ্রামে কুকুরের কামড়ে আহত ১৪

নাটোর অফিস
নাটোরের বড়াইগ্রামে কুকুরের কামড়ে নারী-পুরুষ, শিশুসহ ১৪জন আহত হয়েছে। একই সাথে অন্তত ২০টি গরু-ছাগলকে কামড়িয়ে আহত করেছে। উপজেলার বড়াইগ্রাম পৌরসভার গোয়ালফা ও জোয়াড়ী ইউনিয়নের কেল্লা গ্রামে গত দুই দিনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গোয়ালফা গ্রামের আলেক চাঁদ (৫০), বিউটি বেগম (৪৫), জামাল খাঁন (৬০), রবিন হোসেন (১০), ঘড়িয়াল মোল্লা (৫৫), নাছিম হোসেন (১১), সানোয়ার হোসেন (৩৭), আলাউদ্দিন মৃধা (৪২) এবং কেল্লা গ্রামের বেলাল হোসেন (৫০) , রাজু আহমেদ (১০), দুলাল হোসেন (১২), মানিক চাঁদ (৩৩), অফেলা বেগম (২৩), ময়না বেগম (২৬) বৃহস্পতিবার নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন।
স্থাণীয় কাউন্সিলর ফজের আলী জানান, বেশ কিছু কুকুর এলাকার মানুষ ও গবাদি পশুকে আক্রমন করছে। কুকুর গুলো নিধনের জন্য মেয়র মহোদয়কে জানানো হয়েছে।
আক্রান্ত বিউটি বেগম, ময়না বেগম, আলাউদ্দিন মৃধাসহ অন্তত ১৫জন অভিযোগ করেন, তারা কুকুরের ভয়ে সংসারের স্বাভাবিক কাজ করতে পারছেন না, কুকুরে অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেক সর্তক থাকার পরও হঠাৎ কুকুর এসে কামড়ে দিচ্ছে। এসকল কুকুরকে নিধন না করলে চলাচল দায় হয়ে পড়েছে।
বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক সরদার বলেন, কুকুরের প্রজনন সময় চলছে তাই তাদের বিচরণ বেড়েছে। অল্পদিনেই ঠিক হয়ে যাবে। তবু বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *