বড়াইগ্রামে কর্মজীবি মায়েদের হেলথক্যাম্প

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার দিনব্যাপি কর্মজীবি ল্যাকটেটিং মাদার (দুগ্ধবতী মা ) সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বনপাড়া পৌরসভার নির্বাচিত ৫’শ দুগ্ধবতী মা ওই ক্যাম্পে অংশ গ্রহণ করেন। হেলথক্যাম্পে মাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া কলি, হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান, তথ্যসেবা কর্মকর্তা মনিরা খাতুন প্রমূখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *