নাটোরে শোক দিবসে জেলা প্রশাসনের কর্মসুচী

নাটোর অফিস॥
স্বাধীন বাংলাদেশের স্থপতি,বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে নাটোর জেলা প্রশাসন।

আগামীকাল ১৫ আগস্ট শনিবার সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় বঙ্গবন্ধুর কর্মময় ও সংগ্রামী জীবন নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা, বাদ জোহর মসজিদে মসজিদে মোনাজাত, সুবিধাজনক সময়ে মন্দির,গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, দিনব্যপী সদর হাসপাতালে বক্তদান ও স্বাস্থ্যসেবাদান ও মিলাদ মাহফিল প্রভৃতি।

জাতীয় শোক দিবসের কর্মসুচী সফল করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *