নাটোরে দুই রিক্সা চালকের বাড়িতে খাবার পৌছে দিলেন ইউএনও

নাটোর অফিস॥
৯৯৯ এ ফোন পেয়ে দুই রিক্সা চালকের বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু।

আজ মঙ্গলবার(৭ই এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কলম ইউনিয়নের বড়িয়াবাড়ী গ্রামের দুই রিক্সা চালকের বাড়িতে কোন খাবার ছিলো না। ওই দুই রিক্সা চালক প্রতিবেশীর একটি মোবাইল থেকে ৯৯৯ এ ফোন দেন। বিষয়টি জানতে পেরে সংগে সংগে শুকনো খাবার, চাউল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাবারের প্যাকেট নিয়ে ওই দুই রিক্সা চালকের বাড়িতে ছুটে যান সিংড়ার ইউএনও। তাদের পরিবারে এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করে দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খোঁজ খবর রাখার নির্দেশ দেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু বলেন, এই দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *