৪টিয়া পাখি উড়ে গেল মুক্ত আকাশে

নাটোর অফিস॥
বন্দি খাঁচা থেকে রক্ষা পেয়ে ৪টি টিয়া পাখি মুক্ত আকাশে উড়ে গেল। রোববার বিকেল সাড়ে ৩টায় নাটোরের সিংড়া উপজেলা ভূমি কার্যালয়ের সামনে উদ্ধারকৃত ৪টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী খান মো. শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী হাবিব প্রামাণিক, জুয়েল রানা প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহেশচন্দ্রপুর এলাকার একটি পাখি কেনা-বেঁচার দোকান থেকে খাঁচায় বন্দি ৪টি দেশী টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবমুক্ত করা হয়েছে। আর ওই দোকানদার কোন দিন দেশীয় পাখি কেনা বেঁচা করবে না মর্মে মুচলেকা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *