নাটোরে বেসরকারী ক্লিনিকের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে ডিসি

নাটোর অফিসঃ
নাটোর শহরে অবস্থিত বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের সম্ভাব্য করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।

আজ রোববার করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর কৃষি বিভাগের সহযোগিতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা পর্যবেক্ষণ শেষে ক্লিনিক পরিদর্শনে যান জেলা প্রশাসক।

এসময় সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সুব্রত সরকার নাটোর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশরাফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক ওনার্স এসোসিয়েশন নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা জানান, জেলার প্রতিটি ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তত থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *