নাটোরের সিংড়ায় মোবাইল কোর্টকে বৃদ্ধাঙ্গুলি, বাড়ছে ভোগ্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক, সিংড়া, নাটোর॥
নাটোরের সিংড়ায় হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে চাল-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম। গত দু’দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালে প্রায় ৪ টাকা বেড়েছে। আর ৫০ কেজির বস্তায় বেড়েছে প্রায় ২০০- ৩০০ টাকা। বর্তমানে দেশে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে।

এ সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চাল-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে হঠাৎ করে চাল-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি হওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলোকে হিমশিম খেতে হচ্ছে।

সিংড়ার বাজারগুলো ঘুরে দেখা যায়, উনপঞ্চাশ চাল ৩৮ টাকা, যা পূর্বে ছিল ৩৪ টাকা, মিনিকেট ৫০ টাকা, যা পূর্বে ছিল ৪৮ টাকা, কাটারি ৫০ টাকা থেকে বেড়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। গত দু’দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালে প্রায় ৪ টাকা বৃদ্ধি পেয়েছে।

স্বর্ণা-৫ ৫০ কেজির বস্তা ছিলো ১৫’শ টাকা ৩’শ টাকা বেড়ে হয়েছে ১৮’শ টাকা, মিনিকেট ২৪’শ টাকার বস্তা ২৬’শ টাকা, কাটারি ২৫’শ থেকে ২৬’শ এবং উনপঞ্চাশ চাল ১৬’শ থেকে ১৯’শ টাকা বেড়েছে।

এদিকে বৃহস্পতিবার সিংড়া হাটে ও বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকা, শুক্রবারে তা বেড়ে ৬০-৭০ টাকা হয়েছে। শনিবার বিভিন্ন বাজারে বৃদ্ধি হওয়া দামেই বিক্রি হয়েছে পেঁয়াজ। এছাড়াও ৫০ টাকা কেজির রসুন ১০০ টাকা কেজি, ৯০ টাকা কেজির আঁদা ১৬০ টাকা কেজি, ৮’শ টাকা মণ আলু হয়েছে হাজার টাকা মণ এবং ১৪’শ টাকা মণের কাঁচা মরিচ হয়েছে ১৬’শ টাকা মণ।

সিংড়া বাজারের চাল ও পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দু’দিনের চেয়ে এখন চালের দাম একটু বেশি। মোকাম থেকেই আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও করছি বেশি দামে। এখানে আমাদের কিছুই করার নেই।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু জানান, আজ বিভিন্ন এলাকায় তদারকি করেছি, এ অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলার বাজারগুলো তদারকি করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *