লালপুরে খেজুর গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

নাটোর অফিস॥
পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়ক বিভাগের উদ্যোগে নাটোরের লালপুরে আঞ্চলিক মহাসড়কের দুই পাশে খেজুর গাছের চারা ও বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে বানেশ্বর-লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে খেজুর গাছের চারা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (সওজ) অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন।
জানাগেছে, দেশব্যাপী ৪ বছরে (২০২২-২৫) এক কোটি খেজুর চারা/বীজ রোপন উদ্বুদ্ধকরন কর্মসূচির আওতায় নাটোর জেলায় ২ হাজার চারা রোপনের অংশ হিসেবে আজ লালপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে ২শ খেজুর গাছের চারা রোপনের উদ্বোধন করা হলো।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সভাপতিত্বে সড়ক নির্মাতা প্রতিষ্ঠান রিজভী কনস্ট্রাকশনের মাধবপুর ক্যাম্প চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায়, রাজশাহী অপারেশন ডিভিশনের (পশ্চিমাঞ্চল) নির্বাহী বৃক্ষপালনবিদ বিপ্লব কুন্ডু, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *