নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী
নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী
আপডেট: ০৬/১২/২০১৯, সময়: ১৬:২৪
নাটোর অফিস॥ মিলি প্রাণে প্রাণে হৃদয় গহীনে, মোরা অন্তহীন…। স্কুল জীবন শেষে পেরিয়ে গেছে ২১টি বছর। স্মৃতিমেদুর, আনন্দ-বেদনাবিধূর স্কুলজীবনকে ফিরে না পেলেও চিরচেনা সেই প্রাঙ্গনে এক হয়েছিল কৈশরে একে অপরের সঙ্গীরা।
আজ শুক্রবার নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের এইচ এসসি ব্যাচের ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শহরের আলাইপুরস্থ পুরাতন নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে(জিন্নাহ স্কুল) প্রাঙ্গনে দিনব্যপী আনন্দ, হৈ হুল্লোড় আর স্মৃতি রোমন্থনে মেতে ওঠে বন্ধুরা।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় পুরাতন নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্র বের হয় প্রাক্তন-বর্তমান শিক্ষক ও ১৯৯৮ সালের ছাত্রদের সম্মিলনে। পরে দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেয় সকলে। এ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।