নাটোরে ফেনসিডিল বহনের দায়ে নারীর ৭ বছর কারাদন্ড

নাটোর অফিস॥
ফেনসিডিল বহনের দায়ে নাসিমা বেগম (৩২) নামের এক মহিলার বিরুদ্ধে সাত বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন নাটোরের স্পেশাল ট্রাইবুনাল-৪ এর বিচারক রুবাইয়া ইয়াসমিন। একই সঙ্গে ওই মহিলাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড,অনাদায়ে আরও এক মাস কারাদন্ডাদেশ দেওয়া হয়। সোমবার বিকেলে তিনি এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত নাসিমা বেগম নাটোরের লালপুর উপজেলার চক বাদকয়া গ্রামের ইদবার হোসেনের স্ত্রী। রায় ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নাটোরের স্পেশাল ট্রাইবুনাল-৪ এর সহকারি সরকারি কৌঁসুলি (এপিপি) লুৎফর রহমান জানান,২০০৩ সালের ১০ ডিসেম্বর লালপুর থানার উপ পরিদর্শক আব্দুল মান্নান লালপুর বাসস্টেন্ড থেকে নাসিমা বেগমকে ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ ব্যাপারে মামলা হলে উপ পরিদর্শক শহিদুল ইসলাম ওই মহিলার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলাটি বিচারে আসলে আদালত ছয়জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেন। বিচারে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে উল্লেখিত দন্ড দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *