সিংড়ায় এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

নাটোর অফিস॥
নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের নিকট টাকা চাওয়া হচ্ছে। এমন ঘটনায় সবাইকে সর্তকতা থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সর্তক থাকার জন্য একটি সতর্কীকরণ পোস্ট দিয়েছেন সিংড়ার এসিল্যান্ড। শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে এই পোস্ট দেন এসিল্যান্ড সিংড়া নাটোর আইডি থেকে।
শুক্রবারে (২৭ মে) উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, অফিস সহকারী ও নৈশপ্রহরির কাছ থেকে টাকা চায় দুষ্কৃতকারী। পরে কন্ঠ শুনে সন্দেহ হলে এসিল্যান্ডকে জানান তাঁরা।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, এ বিষয়ে থানায় জিডিসহ আইনগত পদক্ষেপ নেয়া হবে। সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *