নাটোরে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

নাটোর অফিস॥ সম্পূর্ণ মেধার ভিত্তিতে নাটোরে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে বিভিন্নভাবে তৎপর দালাল ও প্রতারক চক্র থেকে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। একই সঙ্গে নিয়োগের নামে কোন রকম অর্থ লেনদেন হলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আকরামুল হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতকে (০১৭১৩-৩৭৩৮৫২ ও ০১৭১৩-৩৭৩৮৫৪ নম্বরে) জানানোর অনুরোধ জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় নতুন পুরুষ পদে-২৩ জন; নতুন নারী পদে-৪ জন; বিশেষ কোটায় অপূরণকৃত পদে পুরুষ-২৪ জন; বিশেষ কোটায় অপূরণকৃত পদে নারী-১৮ জন; সর্বমোট- ৬৯ জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে ।

আগামী ২২/০৬/২০১৯ ইং তারিখে নাটোর পুলিশ লাইন্স মাঠে এ পদে নাটোর জেলার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও প্রশ্নাতীত রাখার জন্য সবদিকে দৃষ্টি রাখা হয়েছে। এজন্য ইতোমধ্যে দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষায় অবতীর্ণরা সতর্ক হলেই উদ্দেশ্য সার্থক হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *