নাটোর অফিসঃ নাটোরে বেসরকারী ক্লিনিক-ডায়াগনিস্টিক সেন্টার মালিকদের সংগঠন ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক ওনার্স এসোসিয়েশনের আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি রেস্তরায় ইফতার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। এসময় অনান্যের মধ্য উপস্থিত ছিলেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি ডাঃ এ ওয়াই খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল রাজা।
বক্তৃতায় প্রধান অতিথি শফিকুল ইসলাম শিমুল বলেন, নাটোরের মানুষকে সরকারী হাসপাতালের পাশাপাশি বেসরকারী ক্লিনিক-ডায়াগনিস্টিক সেন্টারগুলো সেবা দিয়ে আসছে সুনামের সাথে। আগামী দিনগুলোতেও সেবার এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।