নাটোরে ধান, চাল ও গম সংগ্রহ শুরু

নাটোর অফিসঃ নাটোরে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে নাটোর এলএসডি প্রাঙ্গণে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সংসদ সদস্য শিমুল সরবরাহকারী কৃষকদের উদ্দেশে বলেন, গুণগতমান বজায় রেখে গুদামে খাদ্য সরবরাহ করতে হবে-যাতে করে এগুলো সংরক্ষণে মান অক্ষুন্ন থাকে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।

নাটোর সদর এলএসডি ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চলতি বছর ২৮ টাকা কেজি দরে দুই হাজার ৬৫৫ টন গম, ২৬ টাকা কেজি দরে দুই হাজার ১১৫ টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১৪ হাজার ২০৬ টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫৪০ টন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম এবং ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *