
জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত নির্বাচনী ইশতেহার-২০১৮ অনুযায়ী প্রস্তত সিংড়ার ইশতেহারে সিংড়াবাসীর জীবনমান উন্নয়নের লক্ষে জীবনঘনিষ্ঠ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত দুইটি নির্বাচনে সিংড়াবাসীর নিকট করা অঙ্গীকারগুলো যথাসাধ্য পূরণ করেছি। সিংড়াবাসী ৩০ শে ডিসেম্বর নৌকাকে জয়যুক্ত করলে অসমাপ্ত কাজগুলো শেষ করা হবে। নৌকা বিজয়ী হলে জয়ের অংশীদার হবে সিংড়ার প্রতিটি মানুষ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলকের প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান, সিংড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি মিজানুর রহমান, সিংড়া পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর সাধারণ সম্পাদক ও মেয়র জান্নাতুল ফেরদৌসসহ ১৪ দলের নেতাকর্মীরা।



