নাটোরে অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নাটোর: ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নাটোরে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।

লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা আরিফের নেতৃত্বে বগুড়ার মাঝিরা সেনানিবাস থেকে এসেছেন ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সেনাসদস্যরা।

আজ রোববার দুপুরে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটে অবস্থান নেন সেনাসদস্যরা। সেখান থেকে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল ২৪শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।

ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সময়ে তারা কাজ করবেন। নির্বাচনে ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী কাজ করবেন সশস্ত্র বাহিনীর এ সদস্যরা। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রমে অংশ নেবেন সেনা সদস্যরা।

এদিকে ইতিমধ্যে নাটোরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *