নাটোর অফিস॥
আসন্ন ঈদ উল-ফিতর উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দেড় শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে ‘পাঞ্জাতন সদকা ফাউন্ডেশন’। অসহায় পরিবারগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ নিয়েছে এই ফাউন্ডেশন। গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপকরণ বিতরণ করে ফাউন্ডেশনটি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাধববাড়ীয়া বাজার এলাকার কয়েকজন যুবক অসহায় মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে ‘পাঞ্জাতন সদকা ফাউন্ডেশন’র যাত্রা শুরু করে। সমাজের অসহায় ও দুস্থ পরিবার গুলোর পাশে দাড়ানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
‘পাঞ্জাতন সদকা ফাউন্ডেশন’র সদস্যরা জানান, সমাজে অনেক অসহায় ও দুস্থ পরিবার আছে যারা অর্থাভাবে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারেন না। ঈদে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা থেকেই ফাউন্ডেশন থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।