নাটোরে সরস্বতী পুজা অনুষ্ঠিত

নাটোর অফিস॥
নাটোরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে বাড়ি বাড়ি সহ শতাধিক বিভিন্ন পুজা মন্ডপ। সনাতন ধর্মালম্বীদের মতে- দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। প্রতি বছরের ন্যায় এবারো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহাসাড়ম্বরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর বানী অর্চনা করেন। নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমুহে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *