ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোমলমতি শিশুরা।

নাটোর অফিস ॥
নাটোর শহরের নিচাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলাসোয়া ১২ টার দিকে বিদ্যালয়ের দোতালার ওয়াশরুমে এই আগুন লাগার ঘটনা ঘটে। কোমলমতি শিক্ষার্থীদের চিৎকার-চেচামেচি শুনে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সহ প্রতিবেশীরা ছুটে গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেললে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কোমলমতি শিশুরা। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী সহ অভিভাবক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে বিদ্যালয়ের দোতালা ভবনের ওয়াশ রুম থেকে ধোয়া বের হতে দেখে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। শিশুদের চিৎকার শুনে ভবনের নিচতলায় অফিস রুপ থেকে শিক্ষক সহ কর্মচারী দোতালার দিকে ছুটে যান। এসময় পথচারী সহ এলাকাবাসী ও অভিভাবতরাও ঘটনাস্থলে ছুটে যান। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক সময় ধোয়া কমে গেলে দেখা যায় ওয়াশ রুমের কমোট বেসিনের হ্যান্ড ওয়াশের পাইপ পুড়ে গেছ্।ে পাইপে াঅগুন লাগার কারনে ধোয়ায় ভরে যায় বলে ধারনা করেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সহ অভিভাবকরা। এসময় কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা আতংকিত হয়ে পড়েন। তারা ছোটাছুটি করে এবং আগুন আগুন বলে চিৎকার দিতে থাকে। এসময় অনেকেই ছুটে ছুটে আসেন বিদ্যালয়ে। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে াাসার পর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। তারা আগুনের কারন অনুসন্ধন শেষে ফিরে যান।
বিদ্যালয়ের প্রতিবেশী সাইফুল ইসলাম জানান, তারা শিশুদের আগুন আগুন বলে চিৎিকার শুনে বিদ্যালয়ের দিকে তাকিয়ে কালো ধোয়া দেখতে পান। আমরা অনেকেই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। শুধু ধোয়াই দেখা যাচ্ছিল। কোন আগুন দেখা যায়নি। তবে আগুন ভয়াবহ হলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভানা ছিল।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুন নাহার বালেন,তারা কয়েকজন শিক্ষক কর্মচারীসহ নিচের অফিস রুমে বসে ছিলেন। বেলা ১২টা ১০ মিনিটের দিকে ওপর তলায় শিশুদের চিৎকার শুনতে পান। তারা আগুন আগুন বলে চিৎকার করছিল। ওপরতলায় যাওয়ার আগেই দোতালায় কালো ধোয়া দেখতে পান তারা। দ্রুত বিদ্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন তারা।
নাটোর ফায়র সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ কুতুবি জানান, বৈদ্যুতিক সর্ট সাকিটে কোন অগুন লাগেনি। কারো অসাবধনতা অথবা খেলার ছলে পলিথিন বা দিয়াশলাই জ¦ালানোর কারনে হ্যান্ড ওয়াশের পাইপে আগুন লাগে। ফায়র কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে স্কুল কর্তৃপক্ষসহ অভিভাবকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *