নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নাটোর অফিস॥
নাটোরে এবার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানো হবে। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনে এই লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সাজর্ন অফিসে স্থানীয় সাংবাদিকদের ওরিয়েন্টেশনে এই তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্ব করেন।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ’ গ্রহন করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শিশুর স্বাভাবিক শারিরিক ও মানসিক বিকাশ ঘটে, গড়ে উঠে বুদ্ধিদীপ্ত জাতি।
সিভিল সার্জন আরো বলেন, দায়িত্ব পালনকারী স্বাস্থ্য কর্মী এবং স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সাড়ে তিন হাজার মসজিদের মাধ্যমে এবং কেন্দ্রগুলোর আশেপাশে মাইকিং এর মাধ্যমে প্রচারণার পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
কর্মশালায় জানানো হয়, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিকেন্দ্রে একজন স্বাস্থ কর্মীর সাথে দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *