দশ বছর পরে চালু হলো আলট্রাসনোগ্রাম মেশিন

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে অকেজো হওয়ার ১০ বছর পরে নতুন আলট্রাসনোগ্রাম মেশিন পেলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় ১১ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে আধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ মেশিন হস্তান্তর করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একে এম শাহাব উদ্দিন, উপজেলা মহিলা ভইস চেয়ারম্যান লাবলী সুলতানা, উপজেলা প্রকৌশলী মাহাবুবউল হক, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটর প্রদীপ কুমার প্রমুখ।
হাসপাতাল সূত্র জানায়, এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ২০০৬ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। সংযোজন করা হয় অত্যাধুনিক যন্ত্রপাতি। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় ১০ বছর অকেজো পড়ে আছে আলট্রাসনোগ্রাম যন্ত্র ও জেনারেটর। বিড়ম্বনায় পড়তে হতো রোগীদের। এ নিয়ে ৯ অক্টোবর দৈনিক সমকালে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরে আজ ১০ অক্টোবর ১১ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে একটি আধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আগে রোগীদের আলট্রাসনোগ্রাম করতে বেসরকারী ক্লিনিকে যেতে হতো, টাকাও বেশি লাগত। এখন থেকে হাসপাতালেই স্বল্প ব্যয়ে দুস্থ ও অসহায় রোগীরা সেবা পাবে বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *