নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গায় গৃহবধূ রোকেয়া বেগমকে শ^াসরোধে হত্যার দায়ে স্বামী ওসমান গণি(৫২) কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আদেশে জরিমানার ৩০ হাজার টাকা ভুক্তভোগীর পরিবারকে দিতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওসমান গণি নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সিংড়া উপজেলার উত্তর খাজুরিয়া গ্রামের মৃত আদর আলীর মেয়ে রোকেয়া বেগমের সাথে ওসমান গণির বিয়ে হয়। বিয়ের সময় ওসমান গণি ৫ হাজার যৌতুক নেন। পরে তিনি স্ত্রীকে আরো ৫০ হাজার টাকা বাবার বাড়ী থেকে এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে। এতে অস্বীকার করলে গৃহবধূ রোকেয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে ওসমান গণি ও তার পরিবার। এরই একপর্যায়ে ২০১৩ সালের ২১ আগস্ট রাতে ওসমান তার সহযোগী সেন্টুর সহায়তায় গৃহবধূ রোকেয়ার গলায় শাড়ী পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের ভাই একাব্বর বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে স্বাক্ষ্য প্রমাণ ও বিচারিক কার্যাক্রম শেষে ওসমান গণির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ প্রদান করেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *