গুরুদাসপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ হাজার রোগী

নাটোর অফিস॥
শিশু থেকে বৃদ্ধ। গ্রামিন জনপদের সুবিধা বঞ্চিত এমন হাজার তিনেক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। দেশবরেণ্য শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেছেন। গতকাল শুক্রবার সকাল থেকে গুরুদাসপুরের খুবজিপুরে দিনব্যাপি ওই কর্মসূচি পালন করে ‘এল্ডারলি কেয়ার বাংলাদেশ’।
‘এল্ডারলি কেয়ার’ বেসরকারি একটি সেবা সংস্থ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান তার জন্মভূমি গুরুদাসপুরের খুবজিপুরে ‘এল্ডারলি কেয়ার’ নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গুরুদাসপুর উপজেলার প্রায় ১ হাজার ৭শ প্রবীণ রোগী ‘এল্ডারলি কেয়ারে’র সদস্য। মূলত এসব সদস্যদের বিনামূল্যে বিভিন্ন ধরণের চিকিৎসা দিতেই প্রতি বছর একবার করে ওই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
শুধু প্রবীণ নন। এল্ডারলি কেয়ারের সদস্য নেই এমন নানা বয়সি আরো প্রায় ১ হাজার ৩শ রোগীও চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসার পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।
আয়োজক সূত্র জানিয়েছেÑ ‘প্রবীণদের সেবা দিনÑআপনার বার্ধক্যের প্রস্তুতি’ নিন এই প্রতিপাদ্য নিয়ে চলনবিলের প্রবীণ জনগোষ্টিকে স্বাস্থ্য সেবা প্রদান করতেই ওই হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলার খুবজিপুরে অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইচ উদ্দিন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান প্রমুখ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই হেল্থ ক্যাম্পটির আয়োজন করে এল্ডারলি কেয়ার বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *